
ঘরের মাঠে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে সবথেকে বেশি উইকেট নেয়ার রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের। তবে গত মাসেই এ রেকর্ড হারিয়েছেন সাকিব। তাকে টপকে এ রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম। এবার বিদেশের রেকর্ডটাও হারালেন টাইগার অলরাউন্ডার।
টেস্টে দেশের বাইরে সবথেকে বেশি ৮৩টি উইকেট নিয়েছিলেন সাকিব। তবে গতকাল সাকিবকে টপকে গেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়েছেন মিরাজ।
প্রথম উইকেট দিয়েই সাকিবকে টপকে যান মিরাজ। এরপর আরও এক উইকেট নিয়ে দেশের বাইরে তার মোট উইকেট এখন ৮৫টি।
তবে টেস্টে সব মিলিয়ে সবথেকে বেশি উইকেট নেয়ার রেকর্ডটা এখনও সাকিবেরই আছে। ৭১ টেস্টে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিয়েছেন ২৪৬ উইকেট। সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় সাকিবের চেয়ে ঢের পিছিয়ে আছেন তাইজুল-মিরাজ। ৫০ টেস্টে তাইজুল নিয়েছেন ২১১টি, আর সমান ম্যাচে মিরাজের উইকেট ১৮৯টি।







































