
ফের আলোচনায় ভারতীয় অভিনেত্রী আনুশা দান্ডেকর। এবারের বিষয় কর্ণ কুন্দ্রা। কর্ণ-আনুশার মধ্যাকার মাখামাখি প্রেমের কথা সবাই জানলেও এবার অভিনেত্রী গাইলেন উল্টো সুরে। জানালেন কর্ণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা। তার কথায়, “আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।”
কোনো রাখঢাক না করেই অনুষা জানিয়েছেন, শুধুই উদ্যাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। বলেন, “কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?”
এদিকে আনুশার এমন মন্তব্যে আকাশ থেকে পড়েছেন নেটিজেনদের অনেকে। কেউ করছেন নিন্দামন্দ। কেউ করছেন কটাক্ষ। কেউ কেউ দেখছেন ব্যভিচার হিসেবে। তবে সেসব নিয়ে অভিনেত্রী কোনো রা করেননি।






































