
গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানিকৃত ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বিজিবি সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ১১ বোতল ভারতীয় উইনসিরাক্স, শাড়ি এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।মাদরা বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন আনারস বাগান ও মাদরা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স ও শাড়ি জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্য গেড়াখালী এলাকা থেকে ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।অভিযানে সর্বমোট ১৩ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





























