
জাহাঙ্গীর সরদার বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন বাতিল এবং টানা সাতবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে শুক্রবার সকালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা–খুলনা মহাসড়কের বিনেরপোতা মাছ বাজার এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে জনস্রোতের এই মানববন্ধনে তৃণমূল নেতা–কর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন, দলের সুখ-দুঃখের দিনগুলোতে মাঠে থাকা, জেল–জুলুম–নির্যাতন সয়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো নেতার নাম আব্দুল আলিম।
তিনি দু’দফায় ক্রসফায়ারের মামলার আসামি হয়েও দীর্ঘ ১৭ বছর ধরে দলের কঠিন সময় সামলেছেন, তৃণমূলকে ধরে রেখেছেন এবং বিএনপির অস্তিত্ব রক্ষা করেছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মনোনীত প্রার্থী আব্দুর রউফ বহিষ্কৃত তিনি বর্তমানে কোনো দলীয় পদেও নেই। ফলে তাঁর প্রতি তৃণমূলের আস্থা নেই এবং মনোনয়নকে তারা “অযৌক্তিক ও বাস্তববর্জিত” বলে মনে করেন।
নেতাকর্মীদের দাবি যে নেতা দুঃসময়ে আগলে রাখেন, মাঠে থাকেন, মানুষের পাশে থাকেন, তাঁকেই মনোনয়ন দেওয়া উচিত। আর সেই যোগ্য নেতা আব্দুল আলিম চেয়ারম্যান।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে নেতাকর্মীরা বলেন, জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে তৃণমূল আন্দোলনে নামতে বাধ্য হবে। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গণির সঞ্চালনায় বক্তব্য রাখেন—
সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সদস্য মো. আতিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক মো. নাসিম বিল্লাহ, বউকুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুচ আলী বুলু, সাধারণ সম্পাদক মো. তজিবুর রহমান টুটুল, বাঁশদা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. বজলু রহমান (মেম্বার), শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফেজ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক টুটুল হোসেন, ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ–সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব।
এসময় জনমানুষের ঢলে মানববন্ধনস্থল পরিণত হয় জনসমুদ্রে।





























