
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালায় জাম পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।সে উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর ছেলে ও জাতপুর টেকনিক্যাল কলেজের ছাত্র।
মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে বারুইহাটি এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি এলাকায় একটি গাছে জাম পাড়তে ওঠে সোয়েব । এসময় অসাবধানতাবশত পাঁ ফসকে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হয় ওই কলেজ ছাত্র । পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি তাকে মৃত ঘোষণা করেন,
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





























