
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম৷ সীতাকুণ্ডে এক জামায়াত নেতার বিরুদ্ধে কয়েকটি অনলাইন পত্রিকায় “অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ” প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজন করা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রবিউল হাসান সোহেল, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ খায়রুল আলম, মোঃ জামশেদুল আলম, মোঃ কামাল উদ্দিন।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করে সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোঃ রায়হান উদ্দিন দাবি করেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল তাঁর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তা “সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর।” তিনি বলেন, অনুমানভিত্তিক ও যাচাইবাছাইহীন খবর প্রচারের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করেছে। সংবাদ সম্মেলনে তিনি দৈনিক আমার দেশ পত্রিকা ও অনলাইন ভার্সনগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
এ সময় তাঁর পরিবার ও কয়েকজন সমর্থক উপস্থিত থেকে সংবাদটির প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের “অসম্পূর্ণ তথ্যভিত্তিক প্রতিবেদন না ছাপার” আহ্বান জানান।





























