
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তরুণ জয়কৃষ্ণের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালসংলগ্ন নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় একটি ডাইলপট্টির দোকানে চাকরি করতেন। পরিবারের সঙ্গে বন্দরের আমীন হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামার সময় জয়কৃষ্ণের পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও বলেন, শুক্রবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তরুণটিকে উদ্ধার করা যায়নি। শনিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে নিখোঁজের পর রাতভর খোঁজাখুঁজি চললেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে আবার উদ্ধার কাজ শুরু করলে নদী থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।”
নিহতের মামা সুশান্ত কুমার সাহা বলেন, “জয় প্রতিদিনের মতোই কাজ শেষে বাসায় ফিরছিল। কে জানত এমন দুর্ঘটনা ঘটবে!”




























