
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
প্রবাস থেকে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর ফলে
বাংলাদেশ সরকারের ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত হলেন, সেনবাগের নুর মোহাম্মদ ও ওমর ফারুক চৌধুরী।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনবাগের এ দুই কৃতি রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও নূর হোসাইন সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ওমান প্রবাসী নুর মোহাম্মদ সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এম.এ আজিম চৌধুরী, কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোহাম্মদ হারুন, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, আমির হোসেন লিটন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এসময় সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেনবাগের প্রায় সাড়ে তিনশত শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।





























