
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুর মোহাম্মদ(সি.আই.পি)।
অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নেছার উদ্দিন ভূঁইয়া।
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও বৃত্তি পরীক্ষার কো-অর্ডিনেটর নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, জার্মান প্রবাসী নাফিসা তাবাসসুম ফিমা, ফাউন্ডেশনের সদস্য নুসহাত তাবাসসুম ফিহা,গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবদুস ছাত্তার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য মোকারম আলী, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদুল্লাহ মিন্টু, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, নিজাম উদ্দিন ভূঁইয়া, ৫ম শ্রেণীতে ১ম স্থান অর্জন কারি আফিফা আনজুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম,সদস্য, চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক মজুমদার, সদস্য উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক বৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির প্রাইজ মানি ও সনদ তুলে দেয়া হয়।
উল্লেখ্য নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন এবার প্রথম বৃত্তির আয়োজন করে,এতে প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বৃত্তির ১ম পুরস্কার ছিল ১২ হাজার, ২য় পুরস্কার ১০ হাজার ও তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা সহ প্রতি শ্রেণীতে ৩০ জন করে মোট ৯০ জনকে ২ লক্ষ ৮৮ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।





























