
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে ভারতীয় মদ, কম্বল ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতীর গোমরা সীমান্ত ও হালুয়াঘাটের চায়না মোড় এবং ঝাটাপাড়া সীসান্ত থেকে পৃথক অভিযানে এসব জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হলীদগ্রাম বিজিবির টহলরত সদস্যরা গোমরা এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়াও বান্দরকাটা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চায়না মোড় এবং ঝাটাপাড়া সীমান্ত থেকে ৭টি ভারতীয় কম্বল ও ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করে।





























