
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শেরপুর হাফ ম্যারাথন–২০২৫’। “এসো আলো ছড়াই শেরপুরে” প্রতিপাদ্যে শুক্রবার সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতীর রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়।
২১.১, ১০, ৫ ও ১ কিলোমিটার—এ চারটি ক্যাটাগরিতে দেশি–বিদেশি প্রায় আটশো রানার অংশ নেন। সবুজে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা পথে দৌড়ানোর অভিজ্ঞতা উপভোগ করেন অংশগ্রহণকারীরা। এই আয়োজন জেলার পর্যটন উন্নয়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন আয়োজক ও অতিথিরা। উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় শেরপুর হাফ ম্যারাথন–২০২৫।





























