
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর আ: হালিম নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম, আ:হালিম (৪০) পিতা- মো. আজিজুল হক।
নিখোঁজ হওয়ার পর তার ছোট ভাই শামীম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। ১৪ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয়দের তথ্য পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধান ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
১৫ নভেম্বর সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।





























