
শেরপুর প্রতিনিধি :
শেরপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বা রাস্তা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলার প্রশাসনের নির্দেশনা ও পৌরসভার ব্যবস্থাপনায় এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় শেরপুর পৌরসভা এবং সড়ক ও জনপদ অধিদপ্তর যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।
আজ ৮ জানুয়ারী বৃহস্পতিবার শেরপুর শহরের জেলা হাসপাতালের সম্মুখে অবস্থিত বেশকিছু অস্থায়ী দোকান, শেরপুর পুলিশ লাইন সংলগ্ন একটি বাউন্ডারি ওয়াল, খোয়ারপাড় শাপলা চত্বরের আশেপাশে এবং জেলা কারাগার সংলগ্ন একটি অবৈধ স্থাপনা সহ সবমিলিয়ে প্রায় ৮০/৯০ টি দোকানের সামনের অবৈধ স্থাপনা যেমন, বারান্দা, উচু বেদি ইত্যাদি অপসারণ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাধারণ শাখার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ানুল হক, পৌরসভার প্রকৌশলী খোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
একটি বেকু ও একটি রোলারের সাহায্যে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।





























