
মো. আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি পাবদা খালের ওপর নির্মিত সেতুটি এলাকার মানুষের জন্য রীতিমতো আতঙ্ক ও মরণফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, ব্রিজটির মাঝখানে সিমেন্টের পলেস্তার ভেঙে পড়লে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে এলজিইডি প্রায় তিন বছর আগেই। এরপর এতোদিন পেরিয়ে গেলেও সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করার দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।প্রতিদিন মারাত্মক ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে যানবাহন ও মানুষ। দ্রুত নতুন আরেকটি ব্রিজ তৈরি করা না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা।জানা যায়, উপজেলার হোসেন্দী-আলমদী-মঠখোলা সড়কটটি স্থানীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়েই প্রতিদিন হোসেন্দী, আলমদী, মোল্লাদী ও বুরুদিয়াসহ আশপাশের কয়েক গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ কয়েক হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে।ব্রিজটির মাঝ বরাবর সিমেন্টের পলেস্তার খুলে লোহার রড বেড়িয়ে পড়ায় অধিকাংশ যানবাহনের এইপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা। এমনকি রাতের বেলায় সেতুটি পার হতে গিয়ে গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে স্থানীয়রা। জানা যায়, ২৬ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটির ওপরের এক পাশের স্লাব ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। সেতুর মাঝখানে ভেঙে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এনায়েত কবীরের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে বিষয়টি তার নজরে এসেছে বলে জানান। ইতোমধ্যে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।





























