
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান কে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ ৪ জানুয়ারি রবিবার সদর উপজেলার বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধু বীজ ভান্ডার ও বিশিষ্ট সমাজসেবক আ: মান্নান এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু। এতে বিশেষ অতিথি ছিলেন বাজিতখিলা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আলহাজ্ব বোরহান উদ্দিন, বিএনপির সদর উপজেলা সদস্য লাল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল হাসান লেবু মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক।
প্রধান অতিথি মুসলিমা খানম নিলু তার বক্তব্যে কর্মক্ষেত্রে বিদায়ী উপ সহ সহকারী কৃষি কর্মকর্তা লুৎফরের অবদানে ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান শেরপুর সদর উপজেলায় সুদীর্ঘ কর্মজীবনে সবশেষ বাজিতখিলা ইউনিয়ন থেকে সরকারি চাকরি হতে অবসর নিলেন।





























