
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি দল আরামবাগ এলাকার চিত্তরঞ্জন সাকিনস্থ বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠগাছের বাগানে অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫) নামে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সুইচ গিয়ার, একটি ধারালো ছুরি, একটি কুড়াল, একটি করাত, একটি লোহার রড, একটি এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন মো. শামীম (৩৩) ও মো. জসিম (৩৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ৯ জন এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।





























