
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পাড়ের বংশীকুন্ডা গ্রামের মো: আ: হেলিমের কনিষ্ঠ সন্তান মো: অলি উল্লাহ ৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিভাগে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন। তার এই সাফল্যে পুরো হাওরাঞ্চল আনন্দে উদ্দীপ্ত। গ্রামের মানুষ থেকে শুরু করে শিক্ষকমণ্ডলী পর্যন্ত সবাই গর্বিত, আনন্দিত ও দোয়া মুখর। অলি উল্লাহর চার বোনের মধ্যে বড় বোন ফাতেমা কবির মুক্তা এই গর্বময় মুহূর্তকে পরিবারের জন্য অনুপ্রেরণার চূড়ান্ত প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন।
শিক্ষাজীবন শুরু করেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,এরপর সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স এবং ২০২৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দীর্ঘ অধ্যবসায়,অক্লান্ত পরিশ্রম এবং অসীম ধৈর্যের ফলে তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।
অলি উল্লাহর মা আনোয়ারা বেগম বলেন,আমাদের সন্তানের এ সাফল্য কেবল পরিবারের জন্য নয়, পুরো হাওরাঞ্চলের জন্য গর্বের। আল্লাহর অশেষ রহমত,তার অক্লান্ত পরিশ্রম এবং আমাদের অন্তরের দোয়া মিলেমিশে তাকে শীর্ষে পৌঁছেছে। আমরা শুধু গর্বিত নই,আনন্দে উজ্জ্বল।
বড় বোন ফাতেমা কবির মুক্তা বলেন,ভাইয়ের এই সাফল্য আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তার প্রতিটি অর্জনে আল্লাহর রহমত এবং পরিবারের দোয়া লুকিয়ে আছে। এই মুহূর্তে আমরা কেবল গর্বিতই নই,তার জন্য প্রার্থনা করি যেন সে সবসময় সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।
হাওরাঞ্চল এখন উদ্দীপ্ত, গ্রামের মানুষের মুখে প্রশংসা আর চোখে আনন্দের ঝলক অলি উল্লাহর সাফল্য যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত,যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।





























