
স্টাফ রিপোর্টার পিতা-মাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার দৃঢ় সংকল্প নিয়েছে মেধাবী শিক্ষার্থী ফাহিম হাবিব। সম্প্রতি সে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে নিজ পরিবারের গর্ব ও এলাকার আনন্দের সঞ্চার করেছে।ফাহিম হাবিব সুনামগঞ্জ জেলা পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে অসাধারণ ফলাফল প্রদর্শন করেছে।তার পিতা দুলাল মিয়া, সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক, এবং মাতা রেশমা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলার লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতির সন্তান হিসেবে শৈশব থেকেই শিক্ষার আলোয় গড়া ফাহিমের এই সাফল্য স্থানীয় সমাজে প্রশংসার ঝড় তুলেছে।ফাহিমের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’-এর সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ফাহিমের পিতা এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন।ফাহিম হাবিব জানায়, তার এই সাফল্যের পেছনে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর অবদান অনন্য। সে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, “একজন ভালো মানুষ হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করাই আমার লক্ষ্য”। তার পিতা-মাতা জানিয়েছেন, ছেলের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সকলের দোয়া কামনা করছেন।





























