
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জে তাড়াশে মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে মানব মুক্তি সংস্থার তাড়াশ শাখায়,শাখা ব্যবস্থাপক,মো:মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পরিচালনা করেন মো:শামিম রেজা,এ সময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ,প্রকল্প কর্মকর্তা বি,আর,ডি,পি তাড়াশ,মো: জাকির হোসেন,সহকারী অধ্যাপক তাড়াশ ডিগ্রী কলেজ,মোঃ শহিদুল ইসলাম,শাখা ব্যবস্থাপক বাসা ফাউন্ডেশন, তাড়াশ,মোঃ শহীদুল্লাহ আলম,শাখা ব্যবস্থাপক ইউ,ডি,পি,এস, তাড়াশ,সহ মানব মুক্তি সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ।
উল্লেখ্য মানব মুক্তি সংস্থা জন্ম হয় ১৫ ই জানুয়ারী১৯৮৪ সালের সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের রেহাই মন্ডলভোগ গ্রামে প্রতিষ্ঠিত হয়।
৩০ বছর পূর্বে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে সংস্থা
পথ চলা শুরু করেছিল আজ তা আর স্বপ্ন নয় বরং পরিস্থিতির আলোকে প্রসারিত। সুবিধাবঞ্চিত চরাঞ্চলের হতদরিদ্র ও দরিদ্র পরিবারের স্বাস্থ সেবা, শিক্ষা, পুষ্টি সহায়তা, নারীর ক্ষমতায়ন, দূর্যোগ মোকাবিলায় সক্ষমতা সৃষ্টি,কষি উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা সম্প্রাসারণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে সংস্থা কর্মএলাকা তথা বাংলাদেশে
উদাহরণ সৃষ্টি করেছে। সংস্থার এই সাফল্যে আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দাতা প্রতিষ্ঠান, স্টেকহোল্ডার, সংস্থার ব্যবস্থাপনা কতৃপক্ষ, কর্মীবৃন্দ সর্বপরি উপকারভোগীদের যাদের চেষ্টা, পরিশ্রম, আন্তরিকতায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
আমি বিশ্বাস করি দাতা প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যহত থাকলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও প্রক্রিয়া অব্যহত থাকলে খুব দ্রুতই সংস্থার আরো বেশি কর্মএলাকায় আরো বেশি সংখ্যক হতদরিদ্র ও হতদরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাবে।
আমি সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।





























