
এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা থাকবে— আমরা তাদের সঙ্গে জোট করতে পারি। কিন্তু যারা দেশের সংস্কার কার্যক্রমে বাধা দিচ্ছে, তাদের সঙ্গে এনসিপির কোনো নির্বাচনী জোট সম্ভব নয়।”
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত জানান, দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। “নাহিদ ইসলাম ইতোমধ্যে ১৫ নভেম্বরের কথা বলেছেন,” বলেন তিনি।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। টকশোতে ভাড়াটে বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু জনগণ তা আর গ্রহণ করছে না। আওয়ামী লীগের পতন ব্যালটে হয়নি, গণঅভ্যুত্থান তখনই ঘটে যখন রাজনৈতিক অবস্থান শেষ হয়ে যায়।”
গণমাধ্যম প্রসঙ্গে হাসনাত বলেন, “দেশের সাংবাদিকরা সত্য প্রকাশে কাজ করছেন, কিন্তু কিছু মিডিয়া মাফিয়া ব্যক্তি প্রোপাগান্ডা চালিয়ে ফ্যাসিবাদকে বৈধতা দিতে চায়।”
তিনি আরও বলেন, “প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা জরুরি। নারায়ণগঞ্জের ঐতিহ্য রাজনীতিতে কলুষিত হয়েছে— এনসিপি সেই ঐতিহ্য রক্ষা করে জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।”
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ প্রমুখ।





























