
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ১৬টি গরুর মধ্যে ১১টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি গরু উদ্ধার ও ঘটনায় জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার বাসিন্দা মো. শাহআলমের গরুর খামার থেকে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে সোনাগাজী মডেল থানায় মামলা নং-০৫, তারিখ-০২/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।মামলার তদন্তকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমানের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ৬ জানুয়ারি ২০২৬ কুমিল্লা জেলার বরুড়া থানাধীন আকুসাইর এলাকা থেকে একটি চোরাই গরুসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে গত ১২ জানুয়ারি সোনাগাজী থানাধীন মতিগঞ্জ বাজার থেকে একটি এবং ১৩ জানুয়ারি কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন চৌয়ারা গরু বাজার থেকে আরও একটি চোরাই গরু উদ্ধার করা হয়। একই দিন চৌয়ারা গরু বাজার এলাকা থেকে সোহাগ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকড়া এলাকায় লতিফ সাহেবের বাড়ি থেকে আরও ৮টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ৪ জন আসামিকে বিজ্ঞ আদালতে গ্রেফতার দেখানোর আবেদন প্রেরণ করা হয়েছে। তারা ইতোমধ্যে কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি মামলায় গ্রেফতার হয়ে আদালতে সোপর্দ রয়েছেন। অবশিষ্ট ৫টি চোরাই গরু উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





























