
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের খোদ্দহৃয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দুই গ্রুপের সংঘর্ষে দুই গ্রুপের একাধিক আহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৪ জানুয়ারি বুধবার রাতে স্থানীয় আবু তালেব গ্রুপ ও বক্কার মোল্লার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এঘটনায় আবু তালেব গ্রুপের মোঃ ইকবাল শেখ গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেন, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
এঘটনায় আবু তালেব জানান, আহত ইকবাল শেখ বক্কার মোল্লার গ্রুপ থেকে আমার সাথে সামাজিক দলে যোগ দেওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে।
তবে এ ঘটনায় বক্বার মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে শ্রীপুর থানা পুলিশের একটি টিম মোতায়েন রয়েছে।





























