
শরণখোলা (বাগেরহাট):প্রতিনিধিবাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৎস্যজীবী লাল মিয়া হাওলাদারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র, স্বর্ণ নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে গেছে।শুক্রবার ভোর রাতে হঠাৎ করে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভুক্তভোগী লাল মিয়া হাওলাদারের স্ত্রী জানান, তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন। তবে আগুনে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, জমির দলিলসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পৌঁছানোর আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালালেও বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ আফতাবী আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ হাসান বলেন,“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে এবং খুব শিগগিরই সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”





























