
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিদ্যালয় ও শিক্ষাঙ্গনে রেখে যাচ্ছেন এক স্মরণীয় অধ্যায়।
মঙ্গলবার বিকালে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী। তিনি বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি ব্রত। কে এম ছরোয়ার হোছাইন সেই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও শিক্ষাঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারা ইউআরসি ইন্সট্রাক্টর শেখ মাহবুবুর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক সঞ্জীব সিংহ, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আজগর, আনোয়ারা উপজেলা শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি এনামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অসীম কুমার বড়ুয়া এবং শিক্ষা উন্নয়নে সহযোগিতাকারী জেবুন্নেছা চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে হাবীবুন নেছা রুনা।
বিদায়ী বক্তব্যে কে এম ছরোয়ার হোছাইন তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্বে আবেগঘন পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।





























