
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা আটক করা হয়েছে,যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।বৃহস্পতিবার (২১ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।অভিযানকালে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২,৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯,৫০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৪০,০০,০০০ (চল্লিশ লাখ) টাকা বলে জানিয়েছে বিজিবি।এ অভিযানে সেনাবাহিনীর একজন অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও নম্বর-১০০১২ নায়েব সুবেদার কাজী মো: কামালের নেতৃত্বে ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন। সর্বমোট ৩০ জনের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক লে:কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির পি এস সি জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।আটককৃত ভারতীয় জিরা ও ফুসকা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





























