
স্টাফ রিপোর্টার:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি ভোটারদের নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কাজ করবে।বিজিবি জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বাহিনীটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করছে।নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে জন্য সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। সুনামগঞ্জ জেলার মোট ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসন—সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪—এর অন্তর্ভুক্ত ১০টি উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। এসব উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।এর মধ্যে সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও ১টি উপজেলা এবং অন্যান্য ৬টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবির প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। উপজেলা ভেদে প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় ড্রোন সার্ভেইল্যান্সের মাধ্যমে নজরদারি চালানো হবে, এ কাজে প্রশিক্ষিত জনবল প্রস্তুত রাখা হয়েছে।হাওরবেষ্টিত ও দুর্গম জেলা হওয়ায় সুনামগঞ্জে নির্বাচনী দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিবি সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে। প্রয়োজনে নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে বিজিবি জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।




























