
জুয়েল হাওলাদার,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃসুন্দরবনকে দূষণমুক্ত ও পরিবেশগতভাবে সুরক্ষিত রাখার লক্ষ্যে শরণখোলায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শরণখোলা উপজেলার উপজেলা অফিসার্স ক্লাবে “সুন্দরবনের দূষণ হ্রাস ও পরিবেশগত উন্নয়ন” শীর্ষক এ সভার আয়োজন করে রুপন্তরের-ইয়ুথ ফর দ্য সুন্দরবন, শরণখোলা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রূপান্তরের ডিরেক্টর জনাব বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন খান, যুবদল নেতা মাসুদ হোসেন, বিএনপি নেতা জিয়া মজিদ, জিয়া সাইবার ফোর্সের সভাপতি শিমুল খান, যুবদল নেতা আলামিন মোল্লা সহ রূপান্তরের কর্মকর্তাবৃন্দ, ইয়ুথ ফর দ্য সুন্দরবনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। সভায় বক্তারা সুন্দরবনের পরিবেশ রক্ষায় দূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং যুবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষার আহ্বান জানানো হয়।





























