
নারায়ণগঞ্জ–৪ আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনির হোসাইন কাসেমী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নির্বাচন যেন সহিংসতা, অবৈধ অস্ত্র কিংবা কালো টাকার প্রভাবে কলুষিত না হয়, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে পারে। তবে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন কোনো নির্দোষ মানুষ হয়রানির শিকার না হয়, সেদিকেও বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মনির হোসেন কাসেমী বলেন, তিনি সহিংসতা ও অহংকারে বিশ্বাস করেন না। বিনয় ও শালীনতার মধ্যেই তার রাজনীতির শক্তি। দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি দলের ওপর পূর্ণ আস্থা রাখেন বলেও জানান।
নারায়ণগঞ্জ–৪ আসনের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে। তবে প্রাথমিকভাবে জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি নির্বাচন ও আইনি প্রক্রিয়া সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।





























