
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হবে। ইংল্যান্ডের একটি সফল স্বাস্থ্য মডেলকে অনুসরণ করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিএনপি।
তিনি বলেন, “আমরা নরসিংদী থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি জেলায়, পরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই সেবা কার্যক্রম বিস্তৃত করা হবে।”
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পটি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শকিল, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম. মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি হারুন অর রশিদ, বি.জি. রশিদ নওশের, গোলাম কবির কামাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে খায়রুল কবির খোকন বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ স্বাস্থ্যখাতসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। যার ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।”
আলোচনা শেষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে মশারি বিতরণ করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিসিন, নিউরোমেডিসিন, গাইনী, হৃদরোগ ও অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।




























