
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বদেশ বাণী রাজশাহীসহ সারা দেশের নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের কারণে এই অনলাইন পোর্টাল ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা দেশের গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। স্বদেশ বাণী সেই ধারার একটি সফল উদাহরণ। আমরা বিশ্বাস করি, আগামী দিনে এই পোর্টাল আরও বেশি প্রভাবশালী ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে বক্তারা স্বদেশ বাণীর সম্পাদক ও প্রতিবেদক দলের প্রশংসা করে বলেন, “তাদের নিরলস প্রচেষ্টার কারণেই আজ স্বদেশ বাণী পাঠকদের কাছে সত্য ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।”
স্বদেশ বাণী’র সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহ আব্দুল আওয়াল, আলোকিত সকাল পত্রিকার ব্যুরো প্রধান নাহিদ ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও স্বদেশ বাণী’র অন্যতম উপদেষ্টা আনোয়ারুল আমিন আজব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবজমিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক ও সংবাদ সংস্থা বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ ই নুর দাখিল মাদরাসার শিক্ষক নিজাম উদ্দীন, তেরখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সবনম পারভিন, মিরর নিউজের রাজশাহী ব্যুরো প্রধান রাজিব হোসেন, ডেইলি সিটিজেন ভয়েস এর বার্তা সম্পাদক এবং ঢাকা মেইল-এর রাজশাহী প্রতিনিধি আমানউল্লাহ আমান, কালের কন্ঠ ডিজিটালের নাইম হোসেন, সাংবাদিক আকবর কবির রবিন, দৈনিক মুক্ত খবরের রাজশাহী প্রতিনিধি লিয়াকত হোসেন, আমাদের রাজশাহীর সাংবাদিক সোহাগ হোসেন, রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এনটিভি ডিজিটালের সাংবাদিক সোমেন মন্ডল, স্বদেশ বাণীর ফটো সাংবাদিক সোহাগ হোসেন, স্বদেশ বাণীর সাংবাদিক জাকারিয়া, তুহিন আলম,আইরিস কোচিং সেন্টারের পরিচালক আব্দুর রহিম প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্বদেশ বাণীর সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের শেষে কেক কেটে ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে স্বদেশ বাণীর নবম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। উপস্থিত সকলেই পোর্টালটির আরও উন্নতি, প্রসার এবং সাফল্য কামনা করেন।




























