
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি এবং মো. জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহরাব হোসেন সুমন মাহফিল সফলভাবে বাস্তবায়নে ভলেন্টিয়ারদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দ্বীনি কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি তাফসিরুল কুরআন মাহফিলে দায়িত্ব পালনকারী মোট ৪৬ জন ভলেন্টিয়ারকে পুরস্কৃত করেন।
ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ফিরোজ আলম, মাওলানা আরিফুল ইসলাম, জনাব নুর হোসেন মারুফ এবং জনাব তানভীর আহমেদ প্রমুখ। বক্তারা মাহফিলের সুশৃঙ্খল আয়োজন ও সম্মাননা প্রদানের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।





























