
মোঃ এনামুল হক
তালা,সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দ জনস্বার্থে প্রশাসনিক সকল কাজে উপজেলা নির্বাহী অফিসার কে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
ইউএনও জনাব তারেক হাসান সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হয়ে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে পারেন। তিনি তালার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন,জনস্বার্থমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করবে ইনশাআল্লাহ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সহ-সাধারণ সম্পাদক মীর মিলটন সহ-সাধারণ সম্পাদক নাসির নাহিদ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রাব্বানী,সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এনামুল হক, প্রচার সম্পাদক মোখলেসুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক মহিব ইসলাম, সাংবাদিক আব্দুর রব শাহিন প্রমুখ।





























