
মোঃ এনামুল হক
তালা,সাতক্ষীরা
তালায় কপোতাক্ষ নদী পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০) কে বুধবার (০৭ জানুয়ারি) ডুবুরি দল তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি। রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন (০৬ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও নদীর প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১ টায় সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া-সোনাতনকাটি খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা উপজেলার মটবাটী গ্রামের রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ তালার মাগুরায় পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। পারিবারিক কাজে মটবাটী যাওয়ার পথে নদী পারাপারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নৌকা থেকে কপোতাক্ষ নদের মাঝ বরাবর পড়ে যান। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।





























