
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন তামাকজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে তামাকের অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে এক বিশেষ জরিপ বা 'রেপিড এসেসমেন্ট' অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা 'লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার' (লফস) এই কার্যক্রম পরিচালনা করে।
এইড ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ওরিয়েন্টেশন অন টোব্যাকো অ্যাডভার্টাইজিং, প্রমোশন অ্যান্ড স্পনসরশিপ (টিএপিএস) ব্যান ভায়োলেশন এবং টোব্যাকো ট্রেড লাইসেন্সিং সার্ভে’ কর্মসূচির আওতায় এই এসেসমেন্ট সম্পন্ন হয়। জরিপটির মূল লক্ষ্য ছিল নগরীর দোকান ও তামাক বিক্রয় কেন্দ্রগুলোতে তামাকজাত পণ্যের অবৈধ বিজ্ঞাপন প্রচারের বর্তমান চিত্র তুলে ধরা।
জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনিক। এসময় তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাকপণ্যের যেকোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ। কিন্তু মাঠ পর্যায়ে এর সঠিক চিত্র জানার জন্য এই ধরনের এসেসমেন্ট অত্যন্ত জরুরি।
এসেসমেন্ট কর্মসূচি চলাকালীন আরও উপস্থিত ছিলেন লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ স্মৃতি।
জরিপ শেষে প্রাপ্ত ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।





























