
আবু রায়হান স্টাফ রিপোর্টার
এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখায় গচ্ছিত আমানতের টাকা ও মুনাফা না পাওয়ার অভিযোগে ভুক্তভোগী গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোশাররাফ হোসেনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্যাংকের বিভিন্ন স্কিম ও এফডিআরে জমা রাখা অর্থ নির্ধারিত সময়ে উত্তোলন করতে না পারায় গ্রাহকরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা আমানতকারীদের হেয়ারকাট বা মুনাফা কর্তন বাতিলসহ স্বাভাবিক লেনদেনের নিশ্চয়তা চান।
স্মারকলিপি প্রদানকালে ভুক্তভোগী গ্রাহক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (অব.) ধীরাজ মোহন সরকার বলেন, “আমি আমার পেনশনের সব টাকা এখানে এফডিআর করেছি। এখান থেকে পাওয়া মুনাফা দিয়েই আমার সংসার চলে। কিন্তু দীর্ঘদিন টাকা না পেয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।”
এ সময় পাথরাইল এলাকার শাড়ি ব্যবসায়ী গৌতম বসাক বলেন, ব্যবসার মূলধন হিসেবে রাখা টাকা না পেয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে। একই অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ী রাজীব, ভবেশ ও রাম প্রসাদ। তারা জানান, ব্যাংকে গচ্ছিত টাকা আটকে থাকায় ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
শহরের বাসিন্দা রুহুল আমিন বলেন,
“আমি আমার জমানো সব টাকা এখানে জমা রেখেছিলাম। প্রফিটের টাকা দিয়েই সংসার চালাতাম। কিন্তু টাকা না পেয়ে এখন আমি প্রায় পাগলপ্রায় অবস্থায় আছি।”
ভুক্তভোগীরা দ্রুত তাদের আমানতের টাকা ও মুনাফা পরিশোধের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে এক্সিম ব্যাংক টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোশাররাফ হোসেন স্মারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





























