
আবু রায়হান স্টাফ রিপোর্টার
র্যাবের অভিযানে টাঙ্গাইল সদর থানার মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি মোঃ রবিউল (২৫) গ্রেফতার হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও র্যাব-৩, সিপিসি -১, শাহজাহানপুর ঢাকা, ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বিবরণে জানা যায় যে, বাদীর স্বামী ভিকটিম একজন অটো চালক। এজাহারনামীয় অভিযুক্তরা ও ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম প্রতিদিনের মতো অটো নিয়ে গত বছরের ১৫ এপ্রিল রাত অনুমান ৮ টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর থানাধীন কচুয়াডাঙ্গা বেবি স্ট্যান্ড সাকিনস্থ টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পশ্চিম গেটের সামনে ভাল্লুককান্দি এয়ারপোর্ট গামী পাকা রাস্তার উপর যাত্রী তোলা নিয়ে ভিকটিমের সাথে ধৃত অভিযুক্ত রবিউলের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে ধৃত অভিযুক্তসহ অন্যান্য অভিযুক্তগণ ভিকটিমকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি দিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন দুপুরে মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলা রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব -১৪, টাঙ্গাইল ক্যাম্প আসামিকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও র্যাব-০৩, সিপিসি -১, শাহজাহানপুর ঢাকা, ক্যাম্পের চৌকস যৌথ আভিযানিক দল সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে ডিএমপি ঢাকার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া এলাকা অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার সদর থানার চাঞ্চল্যকর মইজুদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ রবিউল (২৫), জেলা টাঙ্গাইল কে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তদন্তকারি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।




























