
আবু রায়হান, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে খোদা-ই-খেদমতগার ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর নাতী হাসরত খান ভাসানী ও মাহমুদুল হক সানু। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুল হক সেলিম ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক শাহ আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিজ, সাবেক পোড়াবাড়ি মেম্বার আমিনুর রহমান লিটন, মাভাবিপ্রবি ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড.মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন,"মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাত বার্ষিলী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও মেলার আয়োজন করা হয়েছে।সাত ব্যাপি এই মেলায় বিভিন্ন কর্মসূচীর আয়োজন রয়েছে যেমন, সভা-সেমিনার, হিফজুল কুরআন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আমরা আশা করছি এই মেলার সারা বাংলাদেশ থেকে ভাসানীর ভক্তবৃন্দরা আসবেন এবং মেলা উপভোগ করবেন।"
খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী বলেন, “প্রতিবছরের ন্যায় এবছরও ওফাত বার্ষিকী উপলক্ষে মেলাসহ নানা আয়োজন করা হয়েছে। মওলানা ভাসানীর জীবন ও আদর্শকে স্মরণ করতেই এ আয়োজন।”
মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, “২০০৬ সাল থেকে মওলানা ভাসানীর কর্মজীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা এই মেলার আয়োজন করে আসছি। নিপীড়িত মানুষের মুক্তির জন্য তাঁর আজীবন সংগ্রাম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”





























