
আবু রায়হান, স্টাফ রিপোর্টার
মধুপুরে যাত্রীবাহী বাসের চাপায় দশম শ্রেণির ১শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন ১জন।
১৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল - জামালপুর আঞ্চলিক মহাসড়কের গোলাবাড়ি ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাবাড়ী ব্রিজের অদূরে ঢাকা-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসের (নাম্বার অজ্ঞাত) সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হোন। জাহিদ মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের পুত্র। দুর্ঘটনায় তার সঙ্গী (অজ্ঞাত) গুরুতর আহত হয়। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসিরা জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে দুর্ঘটনা ঘটে। জাহিদ নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসি লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময়ে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে (নং ঢাকা মেট্রো-ব ১১-৬১৩৪) উত্তেজিত লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মধুপুর থানার ওসি ইমরানুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করে জানান , নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়ছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এবিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ শুক্রবার ১৪ নভেম্বর সকালে একই স্থানের অদূরে নেকীবাড়ী নামক স্থানে পুকুরে যাত্রীবাহী বাস উল্টে এক শিশু নিহত হয়।





























