
স্টাফ রিপোর্টার
বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের গর্ব,হাওরপাড়ের মানুষের জীবনরেখা।এই জীববৈচিত্র্যময় হাওরকে রক্ষায় এক কণ্ঠে ঐক্যবদ্ধ হলো প্রশাসন,জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন সমাজের প্রতিনিধিরা।
বুধবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়,টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভা।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
তিনি বলেন টাঙ্গুয়ার হাওর শুধু জলাভূমি নয় এটি আমাদের প্রাণ,আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আশ্রয়।একে রক্ষা করা মানে নিজেদের অস্তিত্ব রক্ষা করা।
প্রশাসনের অভিযান চলবে, তবে হাওর বাঁচাতে স্থানীয়দের সচেতনতা ও অংশগ্রহণই হবে সবচেয়ে বড় শক্তি।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান,সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির,কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম,সাংবাদিক সৈকত হাসান,রুকন উদ্দিন এবং সিএনআরএস-এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম।
বক্তারা বলেন,টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা না করলে হাওরপাড়ের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য,দায়িত্ব গ্রহণের পর থেকে ইউএনও মো. মেহেদী হাসান মানিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একের পর এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছেন।তার নেতৃত্বে টাঙ্গুয়ার হাওর,আশপাশের এলাকায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া,অবৈধ দখল উচ্ছেদ ও পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে প্রশাসন গড়ে তুলেছে নতুন দৃষ্টান্ত।





























