
স্টাফ রিপোর্টার:
যোগদানের পর থেকেই বিশ্ব ঐতিহ্যের রামসার সাইট টাঙ্গুয়ার হাওর, যাদুকাটা নদীসহ পুরো তাহিরপুর জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অনন্য নজির গড়ে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনভর হাওরপাড়ের গ্রামগুলোতে মাইকিং করে জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক প্রচারণা চালানো হয়। এর আগে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়। তন্মধ্য
শীতকালীন পরিযায়ী পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ,হাওরজুড়ে হাঁসের খামার ও গরু-মহিষের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ,অবৈধভাবে মাছ শিকার বন্ধ,
পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এসব নির্দেশনা অন্তর্ভুক্ত।
এছাড়াও শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী টাঙ্গুয়ার হাওর এলাকায় মাইকিং করে হাওরপাড়ের জনসাধারণকে এসব নির্দেশনার বিষয়ে সচেতন করেন তিনি।
পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সহসভাপতি দুলাল কান্তি পাল ও কোষাধ্যক্ষ সাংবাদিক লিমন মাহমুদ বলেন
হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইউএনও যেভাবে কাজ করে যাচ্ছেন,তা সত্যিই প্রশংসনীয়।এই ধারাবাহিকতা বজায় থাকলে টাঙ্গুয়ার হাওরের পুরনো ঐতিহ্য দ্রুতই ফিরে আসবে।
নির্দেশনা জারি ও সচেতনতামূলক প্রচারণার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক বলেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





























