
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার: বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রতি একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সহযোগিতায় বাগলী বাজারে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলে, কৃষক,ব্যবসায়ী,পরিবেশকর্মীসহ হাওরপাড়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন-এর সভাপতিত্বে এবং টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট বন বিভাগের সুনামগঞ্জ জেলা শাখার ডেপুটি রেঞ্জ অফিসার রথীন্দ্র কিশোর রায়, সিএনআরএস-এর তাহিরপুর উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম,টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সহসভাপতি অখিল তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক এখলাছ মিয়া, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বাদশা,সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির এবং বাগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সুরুজ আলী।অপরদিকে বিকাল ৪টায় মন্দিয়াতা হাটখোলা বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মো.মেহেদী হাসান মানিক। হাটখোলা বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি মনির মিয়া ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক জলাভূমি নয়;এটি লাখো মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম উৎস। কিন্তু অবৈধ মাছ শিকার,পাখি নিধন,প্লাস্টিক দূষণ এবং অপরিকল্পিত পর্যটনের কারণে হাওরের জীববৈচিত্র্য আজ মারাত্মক হুমকির মুখে।সভায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিতকরণ, আইন প্রয়োগ জোরদার করা এবং বিকল্প জীবিকায় সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউএনও মো.মেহেদী হাসান মানিক বলেন, “টাঙ্গুয়ার হাওর রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা করা।প্রশাসন একা কার্যকর হতে পারবে না;স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে হাওর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব মতবিনিময় সভা সফল করতে সহযোগিতা করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।আয়োজকরা জানান,স্থানীয়দের সম্পৃক্ততা ছাড়া টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব নয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।





























