
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ পূবালী ব্যাংক লিমিটেড এর- সি,আর,এম বুথ উদ্বোধন করা হয়। ৪৫৬ তম অত্যাধুনিক সিআর বুথটি থানা রোড,আছিয়া প্লাজায় পূবালী ব্যাংক উপশাখার নিচতলা স্থাপন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তিনি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এই বুথ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম উপ মহা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চল। সুমন কুমার সাহা উপজেলা কৃষিকর্মকর্তা, অমিত পন্ডিত উপজেলা মৎস্য কর্মকর্তা তাড়াইল, আবু মোতালিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দীপক কুমার খাসনবীশ সিনিয়র প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহ।
পূবালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্হাপক ও শাখা প্রধান এহসানুল হকের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তাড়াইল উপজেলায় এই প্রথম ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়। যেখানে গ্রাহকরা ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন করতে পারবে। ফলে বন্ধের দিনেও ব্যবসায়ীরা টাকা নিয়ে ঝুঁকিতে থাকতে হবে না। রাতদিন যেকোন সময় জমা দিতে পারবে। তাড়াইল পূবালী ব্যাংক উপ-শাখার ব্যবস্থাপক
অসীম কুমার তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে সিআরএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সোনালী ব্যাংক তাড়াইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফসার মোঃ কামরুজ্জামান, কৃষি ব্যাংক তাড়াইল শাখার ব্যবস্হাপক কামরুজ্জামান মিয়া, তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার সহ উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী,ঠিকাদার ও সুধী সমাজ।





























