
(স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি'র উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টানকান্দা গ্রামে উঠোন বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ, যুগ্ম আহ্বায়ক রাসেল মন্ডল ও ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























