
মোহাম্মদ নান্নু মৃধা,
(শরীয়তপুর)প্রতিনিধি //
শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলার ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে গণসংযোগকালীন তিনি এ কথা বলেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর জেলার মানুষ আমার পরিবারের সদস্য। এ এলাকা দীর্ঘদিন অবহেলিত থাকলেও এখন মানুষ নতুন আশার আলো দেখছে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের পরিকল্পনায় শরীয়তপুরকে একটি আধুনিক জেলায় উন্নীত করা হবে।
তিনি আরও জানান, শুধু প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতে তার সংসদীয় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল থেকে ইসলামপুর ও কনেশ্বর এলাকায় সাংগঠনিক কার্যক্রম শেষে পশ্চিম কুতুবপুর গ্রামের খাইরুন্নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল আয়োজন করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।





























