
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৪৯টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার তল্লা গ্রীন রোড এলাকায় অভিযান চালানো হয়। কালামের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. হানিফ (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া হানিফ পশ্চিম তল্লা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কাশেম আলী। অভিযানের সময় তাঁর হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
পুলিশের সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, গ্রেপ্তার হানিফের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।





























