
সৈয়দ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনের এসি বগি থেকে গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইটি স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত একটি নির্দিষ্ট এসি বগির কাছে ছুটে যান। পরে বগির ছাদে থাকা এসির পাখার উপরের সেফটি নেট খুলে সেখান থেকে দুটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ হোসেন শিহাব বলেন, ট্রেনের ছাদ থেকে ব্যাগ দুটি নামানোর পর আমাদের সামনেই এর চেইন খুললে ভেতরে হলুদ কাগজে মোড়ানো দুটি প্যাকেট দেখতে পাই। পরে রেলওয়ে পুলিশ এগুলো জব্দ করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ভৈরব রেলওয়ে থানা সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি স্কুল ব্যাগে থাকা আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।





























