
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরফ উদ্দিন আহমেদ চৌধুরী,
প্রশাসক,গাজীপুর সিটি কর্পোরেশন ও বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ। বিশেষ অতিথি ,মোহাম্মদ আলম হোসেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, গাজীপুর। সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহেল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশন
প্রধান অতিথি শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন ও বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ—তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা ও স্বচ্ছতা নিশ্চিত,ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা জোরদার সহ সাংবাদিকদের সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত থাকবে এবং গণভোট সম্পর্কে পারস্পরিক জনসচেতনতা মূলক সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।সেই ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ।





























