
গাজীপুরে ভোটের দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্র আসছেন। তবে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি খুবই কম। তবে সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
আজ বুধবার (৭ মে) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সারাদেশের ন্যায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গাজীপুর সদর, কালিগঞ্জ ও কাপাসিয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে।
একটি পৌরসভা ৭ টি ইউনিয়ন নিয়ে কালিগঞ্জ উপজেলা গঠিত। এই উপজেলায় ৯০ টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৩ হাজার ভোটার রয়েছে। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৮৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ২৪ জন রয়েছে।
কালিগঞ্জ উপজেলায় ৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। খৈকড়া উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার গোপাল চন্দ্র দাস বলেন এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪০৬ জন ভোটার মধ্যে এক ঘন্টায় প্রায় শতাধিক ভোট পরেছে। ১৭ নং সাতানীপাড়া, সরকারী বিদ্যালয়ের প্রদীপ চন্দ্র শীল বলেন, এই কেন্দ্রে ৭ টি বুতে ৩ হাজার ২২১ জন ভোটার রয়েছে। তিনি বলেন,দুই ঘন্টায় ৪% ভোট পড়েছে। ১৩ নং বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯২ জন। এই কেন্দ্রে দুই ঘন্টায় ৬.৮২% ভোট পড়েছে।
ভোটার ফুলরানী গেমেস বলেন, ভোট দিয়েছি অনেক ভালো লাগছে। তিনি বলেন, প্রার্থীর সমর্থকরা রিক্সা করে কেন্দ্রে নিয়ে আসছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনটি উপজেলায় কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান বলেন, গাজীপুরে ৩ টি উপজেলায় ভোট সুষ্ঠুভাবে গ্রহণ চলছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ভোট গ্রহণ শুরু হওয়ার দুই ঘন্টায় গাজীপুর সদরে ৬ শতাংশ ও কাপাসিয়া উপজেলায় ৪ শতাংশ ও কালীগঞ্জ উপজেলাস ৯ শতাংশ ভেট পড়েছে।
































