
স্টাফ রিপোর্টার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে ভূয়া ব্যবসায়ী সেজে কোটি টাকার বেশি প্রতারণা করা সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাব।
ঘটনাটি ঘটেছে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে। র্যাব জানায়,গত ৫-৬ মাস আগে প্রতারক চক্রটি পরিবার-পরিজন নিয়ে সুনামগঞ্জ শহরে ভাড়া বাসায় ওঠে এবং স্থানীয় পেঁয়াজ,রসুন ও আলু ব্যবসায়ীদের লক্ষ্য করে প্রতারণার পরিকল্পনা করে। তারা,মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয়”নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রি শুরু করে। কিছুদিন এভাবে ব্যবসা চালিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিশ্বাস অর্জনের পর কোটি টাকারও বেশি অগ্রিম টাকা নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী সুনামগঞ্জ সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলাটি সারাদেশে গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব-৯ এর অধিনায়ক ঘটনাটি ছায়া তদন্তের নির্দেশ দেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩,সুনামগঞ্জের একটি দল ও র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার সহযোগিতায় ১১ নভেম্বর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবর্দীপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ও তদন্তে চিহ্নিত ৬ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রফিকুল ইসলাম সোহেল (৩৯),মোছাঃ শাহানা পারভীন (৪৩),মোঃ মশিউর রহমান ওরফে মাসুক (৩০),মোঃ শফিউর রহমান (২৬),রিনা আক্তার(২০),এবং নারগিস আক্তার (৩৪)সকলেই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব জানায়,তদন্তে জানা গেছে এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। গাইবান্ধায় নতুন করে প্রতারণার ফাঁদ তৈরি করার আগেই র্যাবের হাতে ধরা পড়ে তারা। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





























