
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
বাসাবো বিশ্বরোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত জরাজীর্ণ প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবীতে মানব বন্ধন করেছে সবুজবাগ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় বাসাবো খেলার মাঠের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব। হাবিবুর রশিদ হাবিব বলেন সড়কটি দ্রুত সংস্কার কাজ বাস্তবায়ন করতে হবে। সড়ক সংস্কার কার্যক্রমে কালক্ষেপণ করা হলে এলাকাবাসীকে সাথে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরো বলেন আমরা রাজনৈতিক দলের কর্মী হিসেবে জনগণের এই দুর্ভোগ সহ্য করতে পারিনা। এই সড়ক দ্রুত সংস্কার না হওয়ায় এই এলাকার মানুষকে অসনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা সংস্কারে কোন প্রকার ডিলামি সহ্য করা হবে না। আরো বলেন জনসম্পৃপ্ত সকল দাবি দাওয়ার সাথে অতীতে ও আমরা ছিলাম ভবিষ্যতেও থাকবো।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বলেন
দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য। দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
সরেজমিন দেখা যায়, বাসাবো বিশ্বরোড থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ইট, সুরকি ও খোয়া উঠে এখন সেখানে বড় বড় গর্ত। এতে গাড়ি চলাচলের সময় প্রচুর ধুলা ওড়ে। এ সময় নাকে-মুখে রুমাল চেপেও রক্ষা পাওয়া যায় না। সর্বশেষ কবে সড়কটি সংস্কার করা হয়েছে তা জানেন না ওই এলাকার বাসিন্দারা। সড়কটির ওপর দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করে। ভাঙা সড়কের কারণে শুধু মানুষই দুর্ভোগ পোহায় তা নয়, যানবাহনের আয়ু কমে যায় বলে জানান চালকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সবুজবাগ থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



























